Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা

ঋণ  সহায়ক সেবা

  • গ্রামের জনগোষ্ঠীর নিকট উৎপাদনের তহবিল সহজলভ্য করার লক্ষ্যে পল্লীঋণ খাতে নেতৃত্ব প্রদান। বিআরডিবি’র ঋণ কার্যক্রমে বিদ্যমান সেবামূল্যের হার অর্ধেকে নামিয়ে আনা এবং আদায়কৃত ঋণের সেবামূল্যের একটি অংশ সুফলভোগীকে সঞ্চয়-প্রণোদনা হিসেবে প্রদান।
  • সদ্য প্রবর্তিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন, ২০১৮ এর ৯(১) ধারা মোতাবেক গ্রাম পর্যায়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতি, পল্লী উন্নয়ন দল এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির উন্নয়ন, উদ্বুদ্ধকরণ এবং বিকাশমূলক কর্মসূচী পরিচালনায় পল্লী উন্নয়ন তহবিল নামে একটি তহবিল থাকবে। আইনের ধারা 10(1)(ক) মোতাবেক তহবিলের উৎস হবে সরকার কর্তৃক প্রদত্ত অনুদান বা বরাদ্দকৃত বাজেট। সে প্রেক্ষাপটে সমিতিগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় স্বশাসিত ও অর্থনৈতিকভাবে টেকসই চালিকা শক্তি রূপে গড়ে উঠতে সহায়তার জন্য সরকারের আর্থিক পৃষ্ঠপোষকতা প্রয়োজন। প্রয়োজনীয় অর্থের অভাবে প্রশিক্ষণ সংক্রান্ত কোন কাজ করা সম্ভব হয়নি ফলে ‘‘Promotional, Motivational, Educational & Entrepreneurship Development ’’ করা যাচ্ছে না। পল্লী উন্নয়ন সম্পর্কিত উন্নয়নমূলক, উদ্বুদ্ধকরণমূলক এবং শিক্ষামূলক কার্যক্রমসমূহ প্রগতিশীলভাবে হস্তান্তর করার লক্ষ্যে সদস্যদের মধ্যে ঋণ বিতরণ, বেতন ভাতা, সভা, সেমিনার অনুষ্ঠান, খেলাধুলা, বিশেষ অনুষ্ঠান, বিশেষ ধরণের প্রনোদনা বা পুরস্কার প্রদান বা পলস্নী উন্নয়ন পদক প্রদান ইত্যাদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে পল্লী উন্নয়ন তহবিল খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়ে সরকারের নিকট প্রস্তাব প্রেরণ করা যেতে পারে।
  •  অর্থ মন্ত্রণালয় হতে সিড ক্যাপিটাল খাতে নিয়মিতভাবে প্রতি বছর থোক মঞ্জুরি প্রদান করা হলে সুফলভোগীদের ক্রমবর্ধমান ঋণের চাহিদা পূরণ হবে। সুফলভোগীদের দীর্ঘমেয়াদি ট্রেডভিত্তিক প্রশিক্ষণেরও ব্যবস্থা করা যাবে।
  • ইউসিসিএগুলোকে আর্থিকভাবে টেকসই করার লক্ষ্যে কৃষি পন্য বাজারজাতকরণের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান, পাওয়ার টিলার, ধান মাড়াই মেশিন, ধান রোপন ও কাটার মেশিনসহ অন্যান্য যন্ত্র ও আনুষঙ্গিক সুবিধাদি প্রদানের জন্য ব্যবস্থা নেয়া যেতেপারে।  এছাড়া কৃষকদের (সমবায়ীদের) পন্য বাজারজাতকরণের জন্য স্থানীয় পর্যায়ে তথ্য হাব বা তথ্য সেবা প্রদান কেন্দ্রপ্রতিষ্ঠার ব্যবস্থা নেয়া যেতে পারে। আইসিটি ভিত্তিক মার্কেট লিংকেজ সৃষ্টি, অটোমেশন এর ব্যবস্থা, ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান (মোবাইল ফোন) প্রাথমিক সমবায় সমিতির সদস্যদের উৎপাদিত পন্য সামগ্রী বিপণনের জন্য কেন্দ্রীয় সমবায় সমিতির নিয়ন্ত্রণে বিপনীবিতান প্রতিষ্ঠা করা।