o বিআরডিবির পরিচিতিঃ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোড(বিআরডিবি)পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ণ ওদারিদ্র বিমোচনে নিয়োজিত
দেশের সর্ববৃহৎ সরকারী প্রতিষ্ঠান।পল্লীর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক,বিত্তহীন পুরুষ ও মহিলা জনগোষ্ঠিকে সমবায় সমিতি ও অনানুষ্ঠানিক
দলে সংগঠিত করে প্রয়োজনীয় সেবা ও উপকরণ সরবরাহের মাধ্যমে বিআরডিবি কৃষি উৎপাদন বৃদ্ধি,আত্মকর্মসংহান সৃষ্টির মাধ্যমে
পল্লী উন্নয়ন ও দারিদ্র নিরসন এবং নারীর ক্ষমতায়নে নিরন্তরভাবে কাজ করছে।
বোর্ডেরকার্যক্রম ২১ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রনালয়ের মাননীয়মন্ত্রী/উপদেষ্টাবোর্ডের সভাপতি,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবসহ-সভাপতি,মহাপরিচালক
(বিআরডিবি) প্রধাননির্বাহী ও সদস্যসচিব এবং সংশিষ্ট অন্যান্য মন্ত্রনালয় / বিভাগ ও সংস্থার প্রতিনিধি বোর্ডের সদস্য হিসাবে দায়িত্ব
পালন করে থাকেন।
বিআরডিবি’র সাংগঠনিক কাঠামোতে ৫টি বিভাগ রয়েছেযথাঃ (১)প্রশাসন (২)অর্থওহিসাব (৩)সরেজমিন (৪)পরিকল্পনা,
মূল্যায়ন ও পরিবীক্ষণ (৫) প্রশিক্ষণ বিভাগ। প্রতিটি বিভাগ ১ জন পরিচালকের তও্বাবধানে পরিচালিত হয়। বোর্ডের ২টি আধুনিক ও
আর্ন্তজাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ইনষ্টিটিউট রয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বিআরডিটিআই) সিলেট জেলার
খাদিমনগরে এবং বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্ম গোপালগজ্ঞ জেলার কোটালী পাড়ায় অবস্থিত ।
মহাপরিচালকের সার্বিকতত্বাবধানে 64 টি জেলা এবং ৪৭৬ টি উপজেলাদপ্তরের মাধ্যমে বিভাগীয় পরিচালকগণ বোর্ডের যাবতীয়
কার্যক্রম পরিচালনা করেন। জেলাপর্যায়ে একজন উপপরিচালক এবং উপজেলাপর্যায়ে ১জন পল্লী উন্নয়ন অফিসার তাঁদের অধীনস্হ
অন্যান্য কর্মকর্তা / কর্মচারীদের সহায়তায় বোর্ডের কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস